রূপনারায়ানপুর পঞ্চায়েতে জয়ী তৃণমূল কংগ্রেস।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমান:- বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনেই রূপনারায়ানপুর পঞ্চায়েতে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস। রূপনারায়ানপুর পঞ্চায়েতে ২১টি সংসদের মধ্যে ১১টি সংসদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। তারই আনন্দে মঙ্গলবার বিডিও অফিসের সামনে সবুজ আবীর খেলা ও খুশি প্রকাশ তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা শিঙ কে সবুজ আবীর লাগিয়ে খুশি প্রকাশ করেন তৃণমূল কর্মী ও পঞ্চায়েত সদস্যরা। এই প্রসঙ্গে ভোলা সিং জানান বিরোধীরা যাকে তাকে প্রার্থী করেছে তাই এক এক করে এসে প্রার্থীরা মনোনয়ন পত্র প্রত্যাহার করছে। আর বিরোধী নেতারা উল্টো পাল্টা মন্তব্য করছে। তারাও জানে উন্নয়ন কারা করে। আর মানুষ যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তবে জয় আমাদেরই হবে। তার পরিণামে জেমারী বাসুদেব পঞ্চায়েত ও রূপনারায়ানপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে গেলো।