শাসক দলের শাসানিতে গোপন আশ্রয়ে; অভিযোগ বিজেপি প্রার্থী দম্পতির।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- এক মাসের বাচ্চাকে কোলে নিয়ে ঘর ছাড়া এক দম্পতি বিজেপি প্রার্থী। তারা আশ্রয় নিয়েছে আসানসোলের এক গোপন ডেরায়। সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী সুভাষ কিসকু ও সুনীতা কিসকু। তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুস্কৃতিরা মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে ও শাসিয়ে গেছে। ঐ দম্পতি আসানসোলের গোপন ডেরায় আশ্রয় নিয়েছে ওই দম্পতি প্রার্থী। এই ঘটনায় আতঙ্কিত ওই দম্পতি প্রার্থী ।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃনমূল নেতৃত্ব।