“পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস সব আসনেই জিতবে। বিরোধীদের প্রার্থী দেবার ক্ষমতা নেই” মন্তব্য অরূপের।

হাওড়াঃ- পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস সব আসনেই জিতবে। বিরোধীদের আসন নেবার ক্ষমতা নেই। প্রার্থী দেবার ক্ষমতা নেই। মন্তব্য অরূপের। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার ডুমুরজলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী। অরূপ রায় বলেন, “আমরা এর আগে অনেক নির্বাচন হতে করেছি। বামফ্রন্টের আমলেও লোকসভা, বিধানসভা অনেক নির্বাচন দেখেছি। কেন্দ্রীয় বাহিনী এসে কি করে সেটাও আমরা জানি। সব নির্বাচনেই কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী বলে শোরগোল করে এরা। সব নির্বাচনেই এরা হাইকোর্টে যায়। একটাই কথা শিখে গেছে এরা। সুতরাং এতে আমাদের কিছু এসে যায়না। এটা আসলে স্টিরিও টাইপ। তৃণমূল কংগ্রেস সব আসনেই জিতবে। বিরোধীদের সিট নেবার ক্ষমতা নেই। বিরোধীদের প্রার্থী দেবার ক্ষমতা নেই।” আরেক প্রশ্নের উত্তরে অরূপ রায় বলেন, “উচ্চ আদালতের নির্দেশ আমাদের কাছে শিরোধার্য। এই নির্দেশ সম্পর্কে কোনও মন্তব্য করব না। সেই নির্দেশ সরকার নিশ্চয়ই মানবে।

যদি সরকারের মনে হয় তাহলে তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ রয়েছে। সুতরাং উচ্চ আদালতের নির্দেশ নিয়ে কোনও মন্তব্য নয়।” প্রথম দিনের মনোনয়ন ঘিরে অব্যবস্থা এবং মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “সবে বৃহস্পতিবার নির্বাচন ঘোষণা হয়েছে। আজ ( শুক্রবার ) প্রথম দিনেই সব জায়গায় সব অফিসে ফর্ম হয়তো সঠিক সময়ে পৌঁছায়নি। অথবা যারা কাজ করবে তারা হয়তো ঠিক সময়ে আসেনি। এ সমস্যা হতেই পারে। এটা বড়ো কথা নয়। সারা বাংলার আনাচে কানাচে নির্বাচন হচ্ছে। এটা প্রত্যন্ত গ্রামের ত্রিস্তর পঞ্চায়েত ভোট। সুতরাং কোথাও ছোটখাটো ব্যাপার হতেই পারে। এটা এমন কিছু ব্যাপার নয়। সব ঠিক হয়ে যাবে। অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন বাংলার মাটিতে হবে।” হাওড়ার প্রার্থী তালিকা প্রকাশ প্রসঙ্গে অরূপ রায় বলেন, “হাওড়ায় শাসক দলের প্রার্থী তালিকা তৈরি হচ্ছে। সময়মতো নিশ্চয়ই জানানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *