পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু দুই বোনের, শোকের ছায়া এলাকায়।
পশ্চিম মেদিনীপুর:- মর্মান্তিক ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার খাগড়াপাড়া গ্রামের। পরিবার সূত্রে জানাযায়, আজ সকালে গ্রামেই বাড়ির অদূরে একটি পুকুরে প্রতিদিনকার মতো স্নান করতে গিয়েছিল দুই বোন। স্নান করে বাড়ি না ফেরায় খোঁজ মিলে দুই বোন পুকুরের জলে ডুবে গিয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হাসাপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার ও হাসপাতাল সূত্রে জানাযায়, মৃত দুই বোন কাকা জেঠা সম্পর্কে। একজনের নাম অঙ্কিতা পাঁজা(১১), ষষ্ঠ শ্রেণির ছাত্রী, তার বাবার নাম গিরিশ পাঁজা এবং অপরজন প্রিয়াঙ্কা পাঁজা(১০), পঞ্চম শ্রেণির ছাত্রী, তার বাবার নাম বিমল পাঁজা। গিরিশ বাবু ও বিমল বাবু সম্পর্কে দুই ভাই, এদেরই দুই মেয়ে অঙ্কিতা ও প্রিয়াঙ্কা। প্রতিদিন দুই বোন গ্রামের আরও বাচ্চাদের সাথে বাড়ির অদূরে একটি পুকুরে স্নান করতে যায়, সেইমতো আজও অন্যদের সাথে পুকুরে স্নান করছিল। সেই সময় অসাবধান বশত এই ঘটনাটি ঘটে বলে জানাযায়। ঘটনায় শোকের ছায়া এলাকায়।