জগাছার উনসানির অখ্যাত গলিই আজ বিখ্যাত, জাতীয় পতাকা তৈরির দৌলতে।

হাওড়াঃ- হাওড়ার জগাছার উনসানির অখ্যাত গলিই আজ সারা দেশে বিখ্যাত জাতীয় পতাকা তৈরির দৌলতে। জগাছার উনসানি। ঘিঞ্জি এলাকার বুকে কোথায় যেন এক টুকরো শান্তির উঁকিঝুঁকি। সেখানেই চলছে এখন চরম ব্যস্ততা। স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা শোভা পায় দেশের বিভিন্ন প্রান্তে। সকলে জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই জাতীয় পতাকা তৈরি হচ্ছে হাওড়ার জগাছার উনসানিতে রাজু হালদারের গোডাউনে। প্রায় দু’মাস ধরে রাত দিন এক করে বানানো হচ্ছে জাতীয় পতাকা।  এক কর্মচারী জানান, বিগত বছরগুলির থেকে এ বছর দ্বিগুণ চাহিদা জাতীয় পতাকার। তাই এখন দম ফেলার ফুরসত নেই। কাজের প্রচন্ড চাপ। তিনি জানান এই পতাকা ত্রিপুরা, মুর্শিদাবাদ, কোচবিহার থেকে শুরু করে দেশের নানা প্রান্তে যায়। আজ সোমবার । একদিন বাদেই মঙ্গলবার পনেরোই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস পালনের জন্য এখানে পতাকা তৈরির চাহিদা দিনদিন বাড়ছে। যখন দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় সংগীত সহকারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস সাড়ম্বরে উদযাপন হবে তখন সকলের অজান্তে সকলের নিভৃতে হাওড়ার জগাছার এক অখ্যাত গলি খুঁজে পাবে তার সার্থকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *