বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন বাঁকুড়ার কৃষক সন্তান।
বাঁকুড়াঃ- বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন বাঁকুড়ার কৃষক পরিবারের সু সন্তান ড: অশোক কুমার পাত্র। পিতা মদন মোহন পাত্র,মাতা গৌরী দেবী। কৃষক পরিবারের এই কৃতি সন্তান ড:অশোক কুমার পাত্র, যিনি মৃত্তিকা বিজ্ঞানী হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরষ্কার অর্জন করেছেন। ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স (মৃত্তিকা বিজ্ঞান) এর প্রাক্তন পরিচালক ও বর্তমানে পশ্চিম বঙ্গের বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য, ড: অশোক কুমার পাত্রের জন্ম বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা ইন্দপুর ব্লকের আড়ালডিহি গ্রামে। সাধারন কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। বাঁকুড়ার ইন্দপুর ব্লকের আড়ালডিহি তে প্রাথমিক শিক্ষার পাট চুকিয়ে আড়ালডিহি হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর উত্তরায়ন দুবরাজপুর উচ্চমাধ্যমিক স্কুলের হোস্টেলে থেকে এগ্রিকালচার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে কৃষিবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে। এবার উচ্চ শিক্ষার জন্য পাড়ি দেন দিল্লিতে। দিল্লির (IARI) ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে মাস্টার্স এবং মৃত্তিকা বিজ্ঞানে পি এইচ ডি করেন।
এরপর ১৯৮৯ সাল থেকে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজ করেন। কাজের সূত্রে একাধিকবার বিদেশে পাড়ি দিয়েছেন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড: অশোক কুমার পাত্র বিশিষ্ট কৃষি বিজ্ঞানী হিসাবে মাটির জৈব কার্বন, মাটির নাইট্রোজেন, মাটির বাস্তুশাস্ত্র, জৈব বৈচিত্র ও মাটিতে ন্যানো সারের প্রয়োগ নিয়ে তার অসামান্য কৃতিত্ব রেখেছেন গবেষণায়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদান করার আগে বেশ কয়েকটি নাম করা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন দক্ষতার সাথে। মৃত্তিকা গবেষণা নিয়ে তিনি ১৮ বই সম্পাদনা করেছেন। বিভিন্ন জার্নালে তাঁর গবেষণা স্থান পেয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে একাধিক পুরষ্কার অর্জন করেছেন বাঁকুড়ার এই কৃতি সন্তান ও বর্তমান বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র। যিনি বিশ্বের শ্রেষ্ঠ মৃত্তিকা বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। ২০২২ সালের ইউ এন এফ ও গ্লিঙ্কা ওয়ার্ল্ড সয়েল পুরষ্কার, ২০২১ সালে ICAR এর রফি আহমেদ কিদওয়াই পুরস্কার, IARI এর হুকার পুরষ্কার, আই পি এনআই-এফ এ আই অ্যাওয়ার্ড , প্লাটিনাম ISSS এর জুবলি স্মৃতি পুরষ্কার সহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন ডক্টর অশোক কুমার পাত্র। তাঁর গবেষণা কালে তিনি মোট ২৬০ টি গবেষণা জার্নাল প্রকাশ করেন। ২০১৭ সালে মৃত্তিকা বিজ্ঞানী হিসাবে বিশ্বে শ্রেষ্ঠ ১৩ জন বিজ্ঞানীর মধ্যে অন্যতম একজন বিজ্ঞানীর সিরোপা অর্জন করেন বাঁকুড়ার এই কৃতি সন্তান। বিধানচন্দ্র কৃষি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য হিসাবে যোগদানে খুশি বাঁকুড়ার আপামর জনগন থেকে তাঁর আত্মীয় স্বজন।