মোহনপুর কয়লা খনির কাজ বন্ধ করে জমির ন্যায্য মূল্য আদায়ের দাবীতে গ্রাম বাসীদের বিক্ষোভ।
সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- জমি ও চাকরি, এই জট কিছুতেই কাটছে না! এমনই অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর এরিয়া মোহনপুর পাহাড়গোড়া খনি এলাকার পার্শ্ববতী মনোহরা, পাহাড়পুর, কেসরডি, রাধাডি, খয়েরবাদ এলাকার বাসিন্দারা সোমবার সকাল থেকে মোহনপুর কয়লা খনির পরিবহন বন্ধ করে ‘জমির বদলে চাকরি-র দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। তাছাড়া এই এলাকার গ্রামবাসীরা জানান, ইসিএল এর পক্ষ থেকে না জানিয়ে তাদের জমি অধিগ্রহন করছে। তাছাড়া জমির বদলে চাকরি দেবে বলে এখনো কোন চাকরি দেওয়া হয়নি। কিন্তু জমি অধিগ্রহন করে সেই জমি থেকে কয়লা উত্তোলন করছে এবং ডাম্পিং করছে। একই সাথে গ্রামের একটি পুকুর ছিল যেটি ডাম্পিং করে ভরাট করে দেওয়া হয়, ফলে গ্রামে পানীয় জলের সংকট রয়েছে।
বিক্ষোভরত এক ব্যাক্তি অরুণ সরেন জানান, “গত এক বছর ধরে সালানপুর এরিয়ার পার্শ্ববতী গ্রামের বহু মানুষ ভুগছে। শুধু তাই নয়, আমাদের না জানিয়েই – আমাদের জমি অধিগ্রহন করা হয়েছে। তাছাড়া তাদের জমি নেওয়া হলেও কোন ভাবে তাদের জমির প্রাপ্য টাকা দেওয়া হচ্ছেনা অথচ তাদের জমিতে কয়লা কাটতে শুরু করেছে ক্ষনি কতৃপক্ষ বলে অভিযোগ। তাদের দাবি যেন তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হয়। এই দাবিতেই তাদের বিক্ষোভ। পরে ইসিএল এর এরিয়া আধিকারিকরা পৌঁছে তাদের আশ্বাস দেওয়ার পরেই বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।