পঞ্চায়েত নির্বাচনে জয়ী প্রার্থীদের সংবর্ধনা এবং সাম্ভাব্য প্রধান, উপপ্রধানের নাম ঘোষণা।

সৌমিত্র গাঙ্গুলি, পশ্চিম বর্ধমানঃ- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত জয়ী পঞ্চায়েত প্রার্থী সহ সমিতির জয়ী প্রার্থীদের সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়ী সংবর্ধনা দেওয়া হলো শ্রমিক মঞ্চে। এদিন জয়ী প্রার্থীদের উত্তরীয় পরিয়ে, ফুলের তোড়া দিয়ে, মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা প্রদান করেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমান সহ, যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায়, ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং, ব্লকের মহিলা সভানেত্রী অপর্ণা রায়, ব্লকের আইএনটিটিইউসির সভাপতি মনোজ তেওয়ারী সহ আরো অনেকে। তাছাড়া সালানপুর ব্লকের ১১টি পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের নাম ঘোষণা করা হয়। তাছাড়া পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতির নাম ঘোষণা করা হয়। তাছাড়া ব্লকে দুই জেলা পরিষদের জয়ী প্রার্থী মোঃ আরমান ও বেবি মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়। এদিন ব্লকের মধ্যে ১)সালানপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান হবেন দীপিকা বাউরি, উপপ্রধান সিদ্ধার্থ চ্যাটার্জী। ২)দেন্দুয়া পঞ্চায়েতে প্রধান হবেন সুপ্রকাশ মাজি, উপপ্রধান জ্যোৎস্না দাস। ৩)আল্লাডি পঞ্চায়েতে প্রধান হবেন জয়শ্রী রায়, উপপ্রধান সুরেন্দ্র নাথ মুর্মূ। ৪)আছড়া পঞ্চায়েতে প্রধান হবেন শিবানী পাল, উপপ্রধান জয়দেব মাহাতো। ৫)রূপনারায়ানপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান হবেন অপর্ণা দাস, উপপ্রধান সন্তোষ চৌধুরী। ৬)জিৎপুর উত্তরামপুর পঞ্চায়েত প্রধান হবেন তাপস মণ্ডল, উপপ্রধান সুরজিৎ মোদক। ৭)বাসুদেব জেমারী পঞ্চায়েত প্রধান হবেন অনীল ধীবর, উপপ্রধান খুসবু রাজাক। ৮)এথোড়া পঞ্চায়েত প্রধান হবেন অজয় ভট্টাচার্য, উপপ্রধান মমতা মারান্ডি। ৯)কল্যা পঞ্চায়েত প্রধান হবেন শ্রীকান্ত পাতর, উপপ্রধান ধনঞ্জয় মাঝি। ১০) ফুলবেড়িয়া বলকুন্ডা পঞ্চায়েত প্রধান তনুশ্রী মুখার্জী, উপপ্রধান হিমাদ্রি শেখর মিশ্র। ১১)সামডি পঞ্চায়েত প্রধান হবেন অনামিকা মন্ডল, উপপ্রধান দিলীপ তুড়ি। তাছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন কৈলাশপতি মণ্ডল, সহ সভাপতি হলেন বিদুৎ মিশ্র।

এদিন মোঃ আরমান বলেন বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশ মত আগামী ১০,১১ ও ১৪ তারিখে পঞ্চায়েত গঠন হবে এবং সমিতির গঠন করা হবে। তার আগেই জয়ী প্রার্থীদের সংবর্ধনা প্রদান করা হলো। তাছাড়া আগামী দিনে কি ভাবে পঞ্চায়েত পরিচালনা করা হবে তা নিয়েও বিশেষ আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *