বাঘিনী জিনাত কি মুকুটমণিপুরে?
বাঁকুড়া :- এবার বাঘিনী জিনাত রওনা দিল মুকুটমণিপুরের দিকে। সূত্রের খবর, বনদপ্তরের সব চেষ্টাকে ব্যর্থ করে শুক্রবার কুমারী নদী পার হয়ে মুকুটমণিপুরের দিকে রওনা দিয়েছে বাঘিনী জিনাত। সকাল থেকেই পুরুলিয়ার বোরো এলাকায় ছিল বাঘিনী জিনাত। তাকে বন্দি করার জন্য দিনভর চেষ্টা চালিয়ে যান বনদপ্তরের কর্মীরা। তবে শেষ পর্যন্ত সব চেষ্টাই ব্যর্থ। সূত্রের খবর, শুক্রবার রাতে কুমারী নদী পেরিয়ে মুকুটমণিপুরের দিকে রওনা দিয়েছে বাঘিনী জিনাত, এমনটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবী করা হয়েছে। তবে শনিবার সকালে সূত্র জানিয়েছে মুকুটমণিপুর নয় পুরুলিয়াতেই রয়েছে বাঘিনী।