কেশপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে!
কেশপুর, পশ্চিম মেদিনীপুর:- মঙ্গলবার কেশপুর পঞ্চায়েত সমিতির ৫৮ নং আসনের বিজেপি প্রার্থী মমতা মাহাতর সমর্থনে কেশপুর ব্লকের অন্তর্গত ১ নম্বর অঞ্চলের উরামি গ্রামে প্রচারে যান বিজেপির ঘাটাল সাংগাঠনিক জেলার সভাপতি তন্ময় দাস। প্রচার শুরুর আগে সখীশোল গ্রামে পতাকা লাগানোর সময় বিজেপি কর্মী শ্যাম মাহাতোকে লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ বিজেপির। শ্যামা মাহত বিজেপি প্রার্থী মমতা মাহাতোর সম্পর্কে মামা। ভাগ্নির প্রচারে যাওয়ার আগেই আক্রান্ত হন মামা! ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি ঘাটাল সংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস ও কেশপুর বিজেপি এক নম্বর মন্ডলের সভাপতি প্রবীণ হালদার সহ বিজেপি নেতৃত্বরা। তারপরে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যান। আহত বিজেপি কর্মীকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়, আঘাত গুরুতর না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই বিজেপি জেলা নেতৃত্ব আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। যদিও এ বিষয়ে শাসকদলের পক্ষ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।