টিকিট না পেয়ে বিজেপির যুব সম্পাদক নির্দল প্রার্থীর হয়ে প্রচার সারছেন ।

পশ্চিম মেদিনীপুরঃ- চেয়েছিলেন বিজেপি প্রার্থী হয়ে ভোটে লড়বেন। কিন্তু হয়ে গেলেন নির্দল প্রার্থী, এমনই অবাক কাণ্ড দেখা গেল ঘাটালের বালিডাঙ্গায়। জানা গিয়েছে,দলের নির্দেশে ঘাটালের বালিডাঙা ৭ নং বুথ থেকে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার উত্তর মন্ডের যুব সম্পাদক কৌশিক জানা, এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দল ওই বুথে প্রতীক দেন ঘাটাল সাংগঠনিক জেলার কিষান মোর্চায সভাপতি গনেশ চন্দ্র মান্নকে। ততক্ষণে মনোনয়ন প্রত্যাহারের সময় চলে যাওয়ায় নির্দল প্রার্থী হয়ে যান কৌশিক জানা। তবে প্রচারে কোনো খামতি রাখচ্ছেন না কৌশিক বাবু। বাড়ি বাড়ি গিয়ে, হাতজোড় করে মানুষের কাছে কৌশিক বাবু সাইকেল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। এই বিষয়ে কৌশিক জানা বলেন আমাকে দল থেকে বলা হয় নমিনেশন করবার কথা, আমি সেই মতো নমিনেশন করি, কিন্তু দল যেহেতু আমাকে সিম্বল দেয় নি তাই আমি গ্ৰামবাসীর কথা ভেবে প্রার্থী পদ তুলি নি। আমি সাইকেল চিহ্নে দাঁড়িয়েছি। আমি বিজেপির পদ খারিজ করবার জন্য জেলা সভাপতির কাছে লিখিত জমা দিয়েছি। আমি ১১০ পার্সেন্ট আশাবাদী মানুষ যদি ভোট দিতে পারে, আমার জয় নিশ্চিত। ঘাটালের সুলতানপুর ১ এর ৭ নং বুথে এইবার চতুরমূখী লড়াই, তৃনমূল, সিপিএম, সাথে বিজেপি সমর্থিত নির্দল। এতেই চিন্তা বাড়ছে বিজেপির নেতৃত্বের। এখন দেখবার ভোটে ময়দানে শেষ হাসি কে হাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *