হাওড়ার শালিমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
হাওড়াঃ- ইলেকট্রিকের খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এবার হাওড়ার শালিমারে। আজ সকালের ঘটনা শালিমার কোলডিপো এলাকায়। মা ও ছেলে গিয়েছিল গঙ্গা স্নানে। স্নান করে ফেরার পথে একটি টিনের বস্তু কুড়িয়ে বাড়ি ফিরছিল এরা। বাড়ির কিছুটা দূরে একটি খাটালের সামনে ঝুলছিল খোলা বিদ্যুতের তার। ওই তার টিনের সংস্পর্শে আসতেই ছেলেটি তৎক্ষনাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, মৃত কিশোরের নাম রাজ রাও (১৪)। এলাকার মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।