হাওড়ায় একই পরিবারের তিন জা তিন যুযুধান রাজনৈতিক দলের প্রার্থী। কোন বৌমাকে ভোট দেবে ধন্দে পরিবার।

হাওড়াঃ- হাওড়ায় একই পরিবারের তিন বৌমা (তিন জা) এবার তিন যুযুধান রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন। কোন বৌমাকে ভোট দেবেন তা নিয়ে বেশ ধন্দে পড়ে গিয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। পঞ্চায়েত ভোটে দম ফেলার ফুরসৎ নেই হাওড়ার সাঁকরাইল ব্লকের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের পোদরা সরকার পাড়ার বোস পরিবারে। তিন দলের প্রার্থী একই পরিবারের তিন জা; ভোটে লড়ছেন একই বাড়ি থেকেই। তাই সরকার পাড়ায় এবারের পঞ্চায়েত ভোট হচ্ছে এক অন্য মাত্রাতেই।

রাজ্য রাজনীতির যুযুধান তিন রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি ও জাতীয় কংগ্রেস হলেও, সাঁকরাইল ব্লকের এই গ্রাম পঞ্চায়েতের তিন প্রার্থীরই বসবাস একই বাড়িতে। নিজেদের রাজনৈতিক দলের মত যদিও সেই রাজনৈতিক বিদ্বেষ, হিংসা নেই বোস পরিবারের সদস্যদের মধ্যে। তিন প্রার্থীরই এক বক্তব্য, এলাকার সাধারণ মানুষ যাকে নির্বাচিত করবে সেই জয়ী হবে। যদিও জয়ের বিষয়ে যথেষ্টই আত্মবিশ্বাসী পোদরার সরকার পাড়ার বোস বাড়ির তিন বৌ অর্থাৎ তিন জা (তৃণমূলের প্রার্থী কাকলি বোস, বিজেপির প্রার্থী পিঙ্কি বোস, কংগ্রেসের প্রার্থী নীলিমা বোস)। আর একান্নবর্তী পরিবারের এই তিন সদস্য তিন ভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘটনা যথেষ্টই নজর কেড়েছে এলাকার ভোটেরদের মধ্যেও। পরিবারের তিন গৃহবধূ ১১৩ নম্বর বুথে গ্রামসভাতে জয়ী হতে জোরদার প্রচারে নেমে পড়েছেন।

তিনজনের কেউই সক্রিয় রাজনীতির সঙ্গে কোনওদিন যুক্ত ছিলেন না। যদিও গত নির্বাচনে সরকার বাড়ির বড় গৃহবধূর নির্দল হিসাবে প্রার্থী হওয়ার অভিজ্ঞতা থাকলেও নিত্যদিনের রাজনীতি সেভাবে কখনও করেননি। বরং বলা যেতে পারে, আসন্ন পঞ্চায়েত ভোটেই তাঁদের রাজনীতিতে হাতেখড়ি হচ্ছে। দেওয়াল লিখন, ফেস্টুন, ব্যানার থেকে শুরু করে তিন প্রার্থীই বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন বাড়ির গৃহস্থালীর কাজ সামলে। তিনজনের একই বক্তব্য রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, কোনওভাবেই হিংসার রেশ তাঁদের পরিবার বা গ্রামের মানুষের মধ্যে পড়বে না। এখন ভোটের ফলাফলের দিকেই তাকিয়ে রয়েছে এলাকার মানুষ। সরকার বাড়ির তিন জায়ের মধ্যে শেষ হাসি কে হাসবে, তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *