মাংসের দোকানের কর্মীর অস্বাভাবিক মৃত্যু, হাওড়ার জগৎবল্লভপুরে চাঞ্চল্য।
হাওড়াঃ- মাংসের দোকানের এক কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে হাওড়ার জগৎবল্লভপুরে চাঞ্চল্য। ঘটনায় আটক ১। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জগৎবল্লভপুর বিধানসভা এলাকার এক নম্বর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার রাতে একটি মাংসের দোকানের তিন কর্মী একসঙ্গে বসে খাওয়াদাওয়া করেছিলেন। এরপর রাত তিনটা নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়ে মোস্তাকিম নামের মাংসের দোকানের এক কর্মীর মৃত্যু হয়। যদিও অস্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনও রহস্য ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে ওই এলাকায় রয়েছে এই মাংসের দোকানটি। ওই মাংসের দোকানে কর্মরত প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা। প্রায়শই তারা মদ্যপান করে হই হুল্লোড় করত। ঘটনার পর থেকেই তিনজনের মধ্যে একজন নিখোঁজ, খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।