বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে পাপিয়া অধিকারী। বললেন বিজেপি এলে তবেই শান্তি ফিরবে।
হাওড়াঃ- বিশিষ্ট অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী শুক্রবার হাওড়ার সাঁকরাইলের নলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন। প্রথমেই তিনি মনোহরপুর গ্রামের রামমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। মনোহরপুর গ্রাম ছাড়াও তিনি বেটিয়ারি ও উলা গ্রামেও প্রচারে যান। সঙ্গে ছিলেন পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা। টোটোয় করে তিনটি গ্রামে প্রচারে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের বিভিন্ন অভিযোগ শোনেন। তিনি বলেন, গ্রামের মানুষ এতো সমস্যায় আছে যে ভাবা যায়না। গ্রামে এতো মানুষ বাস করেন অথচ পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। তিনি বলেন, গ্রামে ঢুকে দেখুন রাস্তাঘাটের কি অবস্থা। মানুষ এইভাবে বাস করতে পারে ? এমনকি কেউ মারা গেলে শবদেহ দাহ করার কোনও ব্যবস্থা নেই। একটা ইলেকট্রিক চুল্লি নেই। বিজেপি মানে শান্তি।
আমার সাথে কথা হয়েছে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। পাপিয়া অধিকারী এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভয়ের একটা অদ্ভুত পরিস্থিতি বাংলায় তৈরি করেছে। খড়দায় প্রার্থীদের এতো অত্যাচার করেছে বিরোধী সবাই নাম তুলে নিয়েছে। অতো বড় জায়গায় ১টা মাত্র বুথে বিজেপি প্রার্থী। তারা ফোন বন্ধ করে চলে গিয়েছিল। এমন কি প্রার্থীদের ছেলে মেয়েদের তুলে নিয়ে গিয়েছে। আমার মনে হয় না ঠিকঠাক ভোট হবে। তবে কেন্দ্রীয় বাহিনী আসছে এটাই একটা স্বস্তি। কিন্তু আগেরবার যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করেছিল তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এবারের নির্বাচনে আমাদের ছেলেরা (বিজেপি) প্রতিরোধ গড়ে তুলবে। তবে এদিনের প্রচারে প্রচুর সাড়া পেয়েছি। এলাকার ঘরে ঘরে এলাকায় ঘোরার পর এখানকার লোকেরা বলছে বিজপি ছাড়া উপায় নেই। এখানে পানীয় জল নেই। শ্মশানে ইলেকট্রিক চুল্লি নেই। রাস্তা ঠিক নেই। বিজেপি এলে তবেই শান্তি ফিরবে।