হাওড়ার পশ্চিম শান্তিনগর সাঁপুইপাড়ায় প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব।
হাওড়াঃ- হাওড়ার পশ্চিম শান্তিনগর সাঁপুইপাড়ায় প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। রবিবার সকালে তৃণমূল নেতা তারক দাসের বাড়িতে হামলা চালায় দলেরই অপর গোষ্ঠীর লোকজন। তবে যার বিরুদ্ধে হামলার অভিযোগ তিনি আগে বিজেপি করতেন বলে তারকবাবুর অভিযোগ। সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং এরপরই এই হামলা। তবে কি কারণে আজকের ঘটনা তা এখনো জানা যায়নি। এদিন সকালে রীতিমতো শাবল নিয়ে অপর গোষ্ঠীর লোকজন তারক দাসের বাড়িতে হামলা চালায়। বাড়ির গেটে ভাঙচুর করা হয়।
বাইক ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। তারকবাবু জানান প্রয়োজনে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হবে। দীর্ঘদিন ধরেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। দেখে নেওয়ার কথা বলে শাসানি দেওয়া হচ্ছিল। এদিন সকালে সরাসরি তাঁর বাড়িতেই হামলা চালানো হয়েছে বলে তারকবাবুর অভিযোগ। তবে, এই ঘটনায় অপর গোষ্ঠীর বক্তব্য জানা যায়নি।