মদ্যপ অবস্থায় ঘরে ফিরে বৃদ্ধা মায়ের গলায় ধারাল ব্লেড দিয়ে এলোপাতাড়ি কোপ বসালো বাড়ির বড়ো ছেলে।
হাওড়াঃ- মদ্যপ অবস্থায় ঘরে ফিরে বৃদ্ধা মায়ের গলায় ধারাল ব্লেড দিয়ে এলোপাতাড়ি কোপ বসালো বাড়ির বড়ো ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় হাওড়ার লিলুয়ার বামুনগাছি বি রোড এলাকায়। এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। বর্তমানে তাঁর ওই হাসপাতালেই চিকিৎসা চলছে। জানা গেছে, আহতের নাম কবিতা সিংহ। বড় ছেলে অভিজিৎ সিংহের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিজিৎ পেশায় টোটো চালক। তার বাবার দাবি, এবারই প্রথম নয়, এর আগেও বড়ো ছেলে এরকম ঘটনা ঘটিয়েছে। সে অন্যত্র থাকে। মাঝে মধ্যে বাড়ি এসে এরকম মারধর করে বাড়ির লোককে। এদিন সন্ধ্যেবেলা মদ্যপ অবস্থায় ঘরে এসে তার মায়ের সঙ্গে কোনও বিষয়ে তার বচসা শুরু হয়। তখনই ওই কান্ড ঘটায়। রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় মাকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।