ছাত্রীদের আত্মসুরক্ষিত করতে হাওড়া সিটি পুলিশের বিশেষ কর্মসূচি ‘তেজস্বিনী’র প্রশিক্ষণ শিবির আজ থেকেই শুরু হলো।
হাওড়াঃ- ছাত্রীদের আত্মসুরক্ষিত করতে হাওড়া সিটি পুলিশের বিশেষ কর্মসূচি ‘তেজস্বিনী’র প্রশিক্ষণ শিবির আজ ৪ঠা সেপ্টেম্বর থেকেই শুরু হলো। এই শিবির উত্তর হাওড়া সহ কমিশনারেট এলাকার মোট চারটি কেন্দ্রে করা হয়েছে। এদিন লিলুয়া থানা এলাকার ওই প্রশিক্ষণ শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ আবদুল গাফফার সহ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।