৩০ লক্ষ টাকার তোপ পেয়েও গ্রহন করেননি ঘাটালে নির্দলে জয়ী প্রার্থী কৌশিক জানা।

ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: চেয়েছিলেন বিজেপি প্রার্থী হয়ে ভোটে লড়বেন। কিন্তু হয়েছিলেন নির্দল প্রার্থী ,এমনই ছবি দেখা গিয়েছিল ঘাটালের বালিডাঙ্গায় ।দলের নির্দেশে ঘাটালের বালিডাঙা ৭ নং বুথ থেকে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার উত্তর মন্ডের যুব সম্পাদক কৌশিক জানা,মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দল ওই বুথে প্রতীক দেন ঘাটাল সাংগঠনিক জেলার কিষান মোর্চায সভাপতি গনেশ চন্দ্র মান্নকে। ততক্ষণে মনোনয়ন প্রত্যাহারের সময় চলে যাওয়ায় নির্দল প্রার্থী হয়েছিলেন কৌশিক জানা। কৌশিক বাবু সাইকেল চিহ্নে ভোট ভোটে দাঁড়িয়ে ছিলেন।  ঘাটালের সুলতানপুর ১ এর ৭ নং বুথে ছিল চতুরমূখী লড়াই, তৃনমূল, সিপিএম, সাথে বিজেপি ও নির্দল লড়াই ছিল খুবই কঠিন। সকলকে পিছনে ফেলে জয়লাভ করেন নির্দল প্রার্থী কৌশিক জানা এর পরেই তার কাছে আসতে শুরু করে অফার। কৌশিক জানা বাড়ির ফোনে ফোন করে তৃণমূল নেতা পরিচয় দিয়ে তৃণমূলে যোগদানের জন্য মোটা অংকের টাকা দেওয়ার অফার করা হয় বলে জানান কৌশিক জানা যদিও ফোনের ওইপারের ব্যক্তিটি কে ছিল কি বা তার পরিচয় অনেক চেষ্টার পরেও তা কিন্তু জানতে পারেনি কৌশিক বাবু। ফোনের ওই পারে থাকা ব্যক্তি কৌশিক বাবুকে বলেন তৃণমূলে যোগদান করলে তাকে দেয়া হবে ৩০ লক্ষ টাকা এমনই অফার করা হয় তাকে। যদি ওই নির্দল প্রার্থী কৌশিক বাবু জানান আমি নির্দলের হয়েই জিতেছি নির্দল হয়েই থাকতে চাই গ্রামের মানুষ আমাকে জিতিয়েছে গ্রামের মানুষ যা বলবে আমি তাই করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *