রাস্তা হয়নি। টাকা খেয়েছে তৃণমূল নেতারা। অভিযোগে পোষ্টার।

পশ্চিম মেদিনীপুরঃ- রাস্তা হয়নি। টাকা খেয়েছে তৃণমূল নেতারা। সেই অভিযোগে এবার পোষ্টার পড়লো পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরের বাকচা গ্রাম। অভিযোগের তীর অঞ্চল সভাপতি ও প্রধানের দিকে। বাকচা গ্রামে এম আই জি ই প্রকল্পে ঢালাই রাস্তার কাজ শুরু হলেও মাঝ পথে কাজ অফ হয়ে যায় বলে জানা গেছে। এই রাস্তার জন্য তিন লক্ষ তেতাল্লিশ হাজার একশ একচল্লিশ টাকা বরাদ্দ হলেও সেই টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। রাস্তার কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। রাস্তার কাজ কবে শুরু হবে তাও অজানা গ্রামবাসীদের।

রামজীবনপুর বাইপাস থেকে সেলিমুদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তাটি না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।  যদিও যারা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বদেশ প্রামাণিক জানান অভিযোগ সম্পূর্ণ মিথ্যা কেউ বা কারা রাতের অন্ধকারে এ কাজ করেছে। যারা এ কাজ করেছে তা জানা গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *