তৃনমূলের শক্তিবৃদ্ধি; পঞ্চায়েত বোর্ড গঠনের আগে বিজেপি থেকে তৃনমূলে সদস্যরা।
কেশিয়াড়ী, পশ্চিম মেদিনীপুরঃ- সদ্য সমাপ্ত হয়েছে পঞ্চায়েত ভোট। জারি রয়েছে বোর্ড গঠন পর্বও। এবার শুরু হল দলবদল। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করলেন।
কেশিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুই বিজেপি সদস্য অভিজিৎ দাস, ঝর্ণা সিট শুক্রবার রাতের অন্ধকারে তৃণমূলের মেদিনীপুর জেলা অফিসে দলত্যাগ করে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৪ সেপ্টেম্বর কেশিয়াড়িতে বোর্ড গঠন হবে। তার আগে বিজেপির দুই সদস্য তৃণমূলে আসায় আনন্দ ব্যক্ত করেন সুজয়বাবু।
অন্যদিকে, তৃণমূলে যোগ দেওয়ার পর দুই পঞ্চায়েত সদস্য জানান, তাঁরা সম্পূর্ণ স্বইচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন। এলাকার উন্নয়নে সামিল হতে ও মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই তাঁদের এই দলবদল বলে জানিয়েছেন তাঁরা।