কোথায় পৌঁছালো চন্দ্রযান ৩? বড় আপডেট দিল ISRO.

গ্রাম বাংলা ডিজিট্যাল ডেস্কঃ- চন্দ্রায়ন ৩ মিশনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে। আজ একটি কক্ষপথ বর্ধনকারী প্রজ্জ্বলন (Orbit Raising Maneuver or Earth Bound Perigee Firing) সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে এর ফলে মহাকাশযানটি 127609km x 236km কক্ষপথ অর্জন করবে বলে আশা করা হচ্ছে বলে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এও জানানো হয়েছে যে, পরবর্তী প্রজ্জ্বলন (TransLuar Injection) আগামী 1লা আগষ্ট 2023 তারিখ মধ্যরাত্রী রাত 12টা বা 1টার সময় সংগঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *